Writing Flow
Writing Flow - Bilingual Reflection Writing Flow – Bilingual Reflection বাংলা সংস্করণ “কী লিখব, কীভাবে লিখব, কোথা থেকে শুরু করব — এই দ্বিধাগুলো আর তেমন তাড়া দেয় না। কারণ আমি বুঝে গেছি, শেখার প্রক্রিয়াটা একদিনে ঘটে না — সেটি চলে মাথার ভেতর, নিঃশব্দে। যতই পড়ি, ততই তথ্য জমা হয়; মস্তিষ্কের অলিতে-গলিতে সেগুলো ঘুরে বেড়ায়, বিশ্লেষিত হয়, সাজানো হয়। একসময় — যখন আমি লিখতে বসি — যেন সেইসব তথ্য নিজেরাই আমার আঙুল ধরে কী-বোর্ডে নেমে আসে। যদি টাইপ করার গতি ভালো হয়, তাহলে লেখা থামার কোনো কারণই থাকে না।” English Version "The confusion about what to write, how to begin, and where to start—those doubts have slowly faded. Now I realize, real learning doesn’t reveal itself immediately. It brews quietly in the mind. As I read more, informat...